রবিবার, ২৮ মে ২০২৩, ০৫:৫২ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিভিন্ন প্রার্থীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া আসফার সায়মা ও জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে গঠিত মোবাইল কোর্ট পরিচালনাকারী টিম উক্ত ভ্রাম্যমাণ আদালত সমূহ পরিচালনা করেন।
রবিবার ১২ ডিসেম্বর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ও বাজার এলাকাতে অভিযান পরিচালনা করে মোবাইল কোর্ট এর মাধ্যমে বিভিন্ন চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মেম্বার পদ প্রার্থীদের ১৭ টি মামলায় ১,০৪,৫০০/- অর্থদন্ড আরোপ করে আদায় করা হয়।
অভিযান পরিচালনাকালে পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতা করেন।
নির্বাচন আচরণবিধি মেনে সুষ্ঠ, নিরপেক্ষ, অবাধ নির্বাচন উপহার দেয়ার জন্য উপজেলা প্রশাসনকে সহযোগিতা করতে সকল প্রার্থীদের বিনীত অনুরোধ জানান,
এবং এ অভিযান অব্যাহত থাকবে বলে সতর্ক করেন ।