শুক্রবার, ২৬ মে ২০২৩, ০৮:১৩ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আরোপ করেছেন জেলা প্রশাসকের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সালেক মুহিত।
শনিবার ১১ ডিসেম্বর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে, নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অপরাধে, ড্রাইভিং লাইসেন্স বিহীন ও হেলমেট বিহীন গাড়ি চালানোর দায়ে ৪৩ টি মামলায় ২,১৭,৬০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।
এ অভিযানে সার্বিক ভাবে সহযোগিতা করেন বাংলাদেশ পুলিশ।
সকল প্রার্থীকে নির্বাচন আচরণবিধি মেনে প্রচারণা চালানোর জন্য ও সকল নিয়ম মেনে গাড়ি চালানোর জন্য সতর্ক করেন।
জেলা প্রশাসকের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সালেক মুহিত উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন এ অভিযান অব্যাহত থাকবে।