শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৬:০৯ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলার সকল শ্রেণী পেশার লোকজনের প্রতি এ আহ্বান।
আগামী ১৬ ডিসেম্বর ২০২১ ইং বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন এর উদ্যোগে বর্ণিল কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন থেকে শুরু করে কুচকাওয়াজ, সালামি গ্রহণ, ডিসপ্লে, বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও পুরস্কার বিতরণ, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শপথ বাক্য পাঠ, বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে প্রীতি খেলার আয়োজন ও সন্ধ্যায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার মহাপরিকল্পনা হাতে নিয়েছে।
কিন্তু সমস্ত কর্মসূচি বিদ্যমান কোভিড – ১৯, ও বর্তমানে ওমিক্রন ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে দিবসের প্রতিটি আয়োজনে সবাইকে স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের আহ্বান জানান।