বুধবার, ৩১ মে ২০২৩, ০৬:৫৭ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় নিজ বসতঘরের ঘুমানোর খাটের তোষকের নিচে রাক্ষিত ৫০০/= পিচ ইয়াবা ট্যাবলেট’সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে আউলিয়া বাজার তদন্ত কেন্দ্র পুলিশ।
শনিবার ১৫ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর গ্রামে অভিযান পরিচালনা করে ইয়াবা’সহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের শাফি উদ্দিন মিয়ার ছেলে আব্দুর রহমান কালু মিয়া (২৬)।
আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ সামছুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমি নিজে ও এসআই পঙ্কজ শাহা সঙ্গীয় ফোর্স সহ পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের আব্দুর রহমান কালু মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীর বসতঘরের তোষকের নিচে রক্ষীত ৫০০/= পিচ ইয়াবা ট্যাবলেট’ উদ্ধার সহ জব্দ করে ব্যাবসায়ীকে গ্রফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ কা হয়।