রবিবার, ০৪ Jun ২০২৩, ১১:৩২ অপরাহ্ন

খবরের শিরোনাম:
বিজয়নগরের ইউএনও এর বিরুদ্ধে চুরি,ছিনতাইয়ের অভিযোগে কোর্টে মামলা। বিজয়নগরে ভ্রাম্যমান আদালতে ব্যাটারি জব্দ ও কারাদণ্ড প্রদান। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরে মাদকসহ সেই শিবলু গ্রেফতার। বিজয়নগরে গাঁজা সহ ১ জন গ্রেফতার,মাইক্রোবাস জব্দ। বিজয়নগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দের পুষ্পার্ঘ অর্পণ। ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের নবনির্মিত চতুর্থ তলা ভবনের উদ্বোধন ও নবীন বরণ। বিজয়নগরে ধান গাছের সাথে এ কেমন শত্রুতা। বিজয়নগরে ৩০ কেজি গাাঁজাসহ সেই আব্দুল্লাহ্ গ্রেফতার।

বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ঢাকা-সিলেট সড়কে এক মর্মান্তিত সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ।

আজ বুধবার ১৯ জানুয়ারি সন্ধ্যা ৬ টায় উপজেলার ১নং বুধন্তী ইউনিয়নের ইসলামপুরস্থ ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিকেল ইনস্টিটিউটের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে ৩ জন আরোহী নিয়ে সিলেট মুখী মোটরসাইকেল নং, ঢাকা মেট্রো ল- ২৩- ৭৪২৭ ও বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে মাছভর্তি পিকআপভ্যান (নম্বর বিহীন) মুখোমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে, এত মোটরসাইকেলের ৩ আরোহীর মধ্যে ২ জন ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন,
তাহারা হলেন, ১, মৃত, রবিউল ইসলাম (২০) পিতা- মো: নান্নু মিয়া, গ্রাম- কেনা পূর্বপাড়া (মিয়াবাড়ি) ইউপি বুধন্তী,২, মৃত মো; অন্তর মিয়া (১৯) পিতা- মো: আলফাজ মিয়া, গ্রাম- বীরপাশা, ইউপি- বুধন্তী, পথচারীরা মুমূর্ষ অবস্থায় আনন্দ মিয়া (২০) কে উদ্ধার পার্শবর্তী মাধবপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ঢাকায় প্রেরণের পরামর্শ দেন,
পারিবারিক সূত্রে জনাযায় রাত প্রায় সোয়া ১০টায় ঢাকার যাত্রাবাড়ি পৌছলে পথিমধ্যে তার মৃত্যু ঘটে, সে বুধন্তী ইউপির কেনা গ্রামের (নোয়াবাড়ির) মাতু মিয়ার ছেলে, সর্ব থানা- বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া।

মোটরসাইকেল দুমড়ে- মুচড়ে রাস্তার সাইডে ও পিকআপ ভ্যান রাস্তার খাদে পড়ে থাকতে দেখো যায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাযায়, দক্ষিণ দিক থেকে সিলেটমুখী ৩ জন আরোহী সহ মোটরসাইকেলের যাত্রা পথে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আগত মাছভর্তি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়, এতে সাইকেল আরোহীরা ছিটকে পড়ে দুজন ঘটনাস্থলে নিহত হয় অপরজনকে মুমুর্ষ অবস্থায় তাকে ঢাকা প্রেরণ করা হয়েছে, খাদে পড়ে থাকা পিকআপ ভ্যানের ভেতরে আগরবাতি জ্বলছিল এবং পিকআপের ড্রাইভার সীটে একটি গাঁজার খাওয়ার কল্কি পরিলক্ষিত হয়, ধারণা করা হচ্ছে দুর্ঘটনার মূল কারণ গাঁজা মাদক সেবন করে দ্রæত গতিতে নিয়ন্ত্রনহীন গাড়ী চালানো।

এ বিষয়ে হাইওয়ে থানার ইনচার্জ মোঃ শাহজাহান আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনাস্থলে নিহত দুইজনকে তাদের পরিবারের অনুরোধে আইনি প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে তাদের অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে উদঘাটন করা হবে, ভ্যানচালক পলাতক রয়েছে, পিকআপভ্যান থানায় নিয়ে আসা হয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© সর্বস্বত্ত সংরক্ষিত bijoynagartv ওয়েবসাইটের কোন তথ্য কপি করা আইনত দণ্ডনীয়।
Developer: DesigUs
error: ওয়েবসাইটের তথ্য কপি করা আইনত দণ্ডনীয়