সোমবার, ০৫ Jun ২০২৩, ১২:২০ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার ১৯ জানুয়ারি বিকেলে উপজেলার ভিটিদাউদ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভাষা শহীদদের স্মরণে ভিটি দাউদপুর দিগন্ত যুব সংগঠন এর উদ্যোগে প্রবাসী জালাল উদ্দিন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম মাহবুব হুসাইনের অর্থায়নে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর করা হয় ।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে , আব্দুল জলিলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়,
উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব বিজয়নগর এর সভাপতি মৃণাল চৌধুরী লিটন, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ শামসুল আলম।
এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম মাহবুব হোসেন উপজেলা সাবেক মুক্তিযোদ্বা কমান্ডার দবির উদ্দিন ভূইয়া দবিরুল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিধান চক্রবর্তী উপজেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক আমিনুল ইসলাম হানিফ ভিটিদাউদ পুর গ্রামের আব্দুল লতিফ নব নির্বাচিত ওয়ার্ড মেম্বার ও আব্দুল হক মেম্বার প্রমুখ,
সভায় বক্তারা বলেন যে ভাষা আন্দোলনের মাধ্যমেই স্বাধীনতার বীজ রোপিত হয়।