সোমবার, ০৫ Jun ২০২৩, ১২:৩০ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ১নং বুধন্তী ইউনিয়নে ১৯১৩ সালে প্রতিষ্ঠিত সুনামধন্য ঐতিহ্যবাহী সাতবর্গ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সামাজিক দূরত্ব নিশ্চিত করে অনুষ্ঠিত হয়েছে,
আজ রবিবার ২৩ জানুয়ারি নির্বাচনী আচরণবিধি ও সকল নিয়ম কানুন মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে, মাক্স ব্যবহার নিশ্চিত করে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল জলিল প্রিজাইডিং পদে থেকে, সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়,
উক্ত নির্বাচনে সাধারণ সদস্য ৪ টি পদের জন্য ১০ জন প্রতিনিধি প্রতিদ্ব›িদ্বতা করে, ও সংরক্ষিত মহিলা ১ টি আসনের জন্য ২ জন প্রতিদ্ব›িদ্বতা করেন,
মোট ৮০০ জন অভিভাবক স্কুল পরিচালনার জন্য ভোট দিয়ে সাধারণ ও সংরক্ষিত সদস্য নির্বাচিত করেন।
পরবর্তীতে উক্ত সাধারণ ও সংরক্ষিত সদস্য এবং উক্ত স্কুলের তিনজন শিক্ষক ভোটার মিলে স্কুল পরিচালনার জন্য সভাপতি নির্বাচিত করবেন।
উক্ত নির্বাচনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ইসলামপুর ফাঁড়ির ইনচার্জ রঞ্জন কুমার ঘোষ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত ছিল, কঠোর হস্তে দমন করে কোন প্রকার ত্রুটি বিচ্যুতি ব্যতীত শান্তি-শৃঙ্খলা ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে নিয়োজিত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল জলিল, তিনি বলেন, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে এতে কোন প্রকার ত্রুটি বিচ্যুতি হয়নি, ভোটগ্রহণ শেষে নির্বাচনে প্রতিদ্ব›দ্বী সবাইকে নিয়ে সকলের উপস্থিতিতে ভোট গণনা শুরু হয়, মোট ৮০০ ভোটের মধ্যে ৬৩৬ ভোট কাস্ট হয়েছে, এরমধ্যে সাধারণ সদস্যদের মোট ভোটের মধ্যে ৫৬ টি ভোট এবং সংরক্ষিত মহিলা আসনের ৮৮ টি ভোট বাদ হয়েছে, এর মধ্যে ৩০৭ ভোট পেয়ে প্রথম হয়েছে শিবু দাস, মোট ২৪৬ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন মোঃ বাচ্চু মিয়া, মোট ২২৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন আব্দুল কুদ্দুস, মোট ২১১ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন ইসহাক মিয়া, এবং সংরক্ষিত মহিলা আসনে মোট ৪০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন লাকিয়া বেগম।
নির্বাচন-পরবর্তী আনন্দ মিছিল, কোন প্রকার সহিংস ঘটনা যেন না ঘটে সেজন্য সবাইকে সতর্ক করেন।