বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ১২:৩২ পূর্বাহ্ন
শাহীন চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের হরষপুর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ ১ জনকে গ্রেফতার করেছে র্যাব ১৪ সিপিসি ৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
সে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর ইউপির মেহেরপুর গ্রামের মোহন মিয়ার ছেলে মো: শাহ আলম (৩০)।
র্যাবের পক্ষ হতে জানাযায়, শুক্রবার ৮ এপ্রিল আনুমানিক দুপুর ১২.৫০ মিনিটে অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র সহকারি পরিচালক কোম্পানী অধিনায়ক রাফিউদ্দীন যোবায়েরের দিক নির্দেশনায় র্যাব ১৪ ভৈরব ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরষপুর ইউনিয়ন পরিষদের সামনের পাকা সড়কের উপর অভিযান পরিচালনা করে তাকে আটক করে,
এ সময় ধৃত আসামির নিকট হতে ১টি ওয়ান শুটার গান ও ৫ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
উদ্ধারকৃত আগ্নেআস্ত্র সহ ধৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।