রবিবার, ০৪ Jun ২০২৩, ১১:৩৯ অপরাহ্ন

খবরের শিরোনাম:
বিজয়নগরের ইউএনও এর বিরুদ্ধে চুরি,ছিনতাইয়ের অভিযোগে কোর্টে মামলা। বিজয়নগরে ভ্রাম্যমান আদালতে ব্যাটারি জব্দ ও কারাদণ্ড প্রদান। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরে মাদকসহ সেই শিবলু গ্রেফতার। বিজয়নগরে গাঁজা সহ ১ জন গ্রেফতার,মাইক্রোবাস জব্দ। বিজয়নগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দের পুষ্পার্ঘ অর্পণ। ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের নবনির্মিত চতুর্থ তলা ভবনের উদ্বোধন ও নবীন বরণ। বিজয়নগরে ধান গাছের সাথে এ কেমন শত্রুতা। বিজয়নগরে ৩০ কেজি গাাঁজাসহ সেই আব্দুল্লাহ্ গ্রেফতার।

বিজয়নগরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি সাধিত।

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতির খবর পাওয়ায় ,

সোমবার ১১ এপ্রিল  রাতের শেষভাগে এর ঝড় আরম্ভ হয় এতে করে উপজেলার সিংগারবিল ইউপি ব্যতীত ৯ টি ইউনিয়নে  ব্যাপক ক্ষতি সাধিত হয়,গাছপালা উপড়ে, ঝড়ে বাড়িঘরে পড়ে যায়, ঘর পড়ে গাছের ডালপালা ভেঙে অনেক মানুষ আহত হয়েছে,  বিদ্যুতের বেশ কিছু খুটি ভেঙে পড়ায় শেষ রাত থেকে পুরো উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে,

এ বিষয়ে বিজয়নগর উপজেলার পল্লী বিদ্যুতের এজিএম জহিরুল ইসলাম জানান গত রাতে প্রচণ্ড ঝড়ে  উপজেলার বিভিন্ন জায়গায় ছোট-বড় ৩ থেকে ৪ শত গাছ ভেঙ্গে পড়েছে এসব গাছ ভেঙে বিদ্যুৎ খুঁটির উপর পড়ায় ২০ খুটি ,প্রায় ১৫০ টি বিদ্যুতের মিটার ,২০টি ট্রান্সফর্মার বিকল ,প্রায় ৪৫ টি স্পটে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে,

তিনি আরো জানান এসব ক্ষতির কারণে আগামীকাল পর্যন্ত বিদ্যুৎ সংযোগ পুরোপুরি চালু করা সম্ভব হবে ।

কয়েক দিন পর  পাকা ধান কাটা শুরু হবে এমতাবস্থায় শিলার আঘাতে পাকা ধান ঝড়ে গাছ মাটিতে শুয়ে পড়েছে, ধানক্ষেত দেখলে মনে হবে যেন ধান মাড়াই  সম্পন্ন হয়েছে, কৃষকের চোখেমুখে কান্নার ছাপ,
বুধন্তী, চান্দুরা ও হরষপুর ইউপির বেশ কয়েকজন কৃষকের সাথে কথা বলে জানা যায় ৩০ শতক জায়গায় ধান করতে প্রতিটি কৃষকের প্রায় ১২ হাজার টাকা খরচ হয়েছে, তার ওপর এখন ফসল ঘরে তুলতে পারছে না তাদের চিন্তা ছেলেমেয়ে নিয়ে কী খাবে কী করবে ,
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মোঃ সাব্বির আহমদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, বুধন্তী চান্দুরা চর ইসলামপুর এবং হরযপুরে প্রায় ১০০ হেক্টর জমির ফসল ও সবজিসহ অন্যান্য ফসল প্রায় ৫০ হেক্টর নষ্ট হয়ে গেছে,  আম ও লিচু গাছ থেকে প্রচুর পরিমাণে  আম ও লিচু পড়ে গিয়েছে,
এ বিশাল ক্ষতি কৃষকের, তাই তাদের তালিকা তৈরি ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছি , সরকারের কাছে আবেদনের প্রেক্ষিতে প্রণোদনার ব্যবস্থা করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি জানান, সকাল থেকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আমরা তিনটি টিম কাজ করছি পাশাপাশি রয়েছে কৃষি অফিস এবং উপজেলা পল্লী বিদ্যুৎ অফিস, এ পর্যন্ত পুরো উপজেলায় ছোট-বড় ৯৭ টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক আঘাত পেয়েছে, ফসলি জমি এবং আম ও  লিচুর মুকুল নষ্ট হয়েছে সকল ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে, এবং সরকারের কাছে আবেদন জানানো হয়েছে, অচিরেই সরকারের কাছ থেকে ক্ষতিগ্রস্তদের জন্যে প্রণোদনার ব্যবস্থা করা হবে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© সর্বস্বত্ত সংরক্ষিত bijoynagartv ওয়েবসাইটের কোন তথ্য কপি করা আইনত দণ্ডনীয়।
Developer: DesigUs
error: ওয়েবসাইটের তথ্য কপি করা আইনত দণ্ডনীয়