বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০১:২৮ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।
মঙ্গলবার ১২ এপ্রিল, পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিংয়ের সময় উপজেলার হরষপুর ইউপির হরষপুর দেওয়ান বাজার এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময়ে ওজনে কারচুপি করা,ভোক্তাকে প্রতিশ্রুত পণ্য সরবরাহ না করা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা দোকানে প্রদর্শন না করার অপরাধে ৬ টি মামলায় ৬ জন কে ১৪,০০০/- টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন,পবিত্র মাহে রমজানে মিষ্টির দোকানগুলোতে ভোক্তারা ১০০০ গ্রাম মিষ্টি ক্রয় করলে,দোকানদাররা কারচুপির মাধ্যমে ২০০ থেকে ১৮০ গ্রাম পর্যন্ত মাল কম দিয়ে থাকেন এবং বাজার মনিটরিংয়ে, দোকান গুলোতে দ্রব্যমূল্যর তালিকা টানানো নেই এমন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়, অদূর ভবিষ্যতে এমন অপরাধের তথ্য পেলে অভিযান অব্যাহত থাকবে বলে সকল ব্যবসায়ীদেরকে সতর্ক করেন,