রবিবার, ২৮ মে ২০২৩, ০৫:৫৩ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় খালের ওপর অবৈধভাবে বাঁধ নির্মাণ করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোশাররফ হুসাইন।
বুধবার ৪ মে সকালে উপজেলার রতনপুর ইউনিয়নের মাঝিয়ারা মৌজার ভিটিবিষাড়া ও মাঝিয়ারা সংযোগ সড়কের পাশ দিয়ে প্রবাহিত খালের মধ্যে অবৈধ বাঁধ নির্মাণ করে পানি প্রবাহে বিঘ্ন সৃষ্টি করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিটিভিশারা গ্রামের আব্দুস সালামের ছেলে মোঃ মজিবুর রহমানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
উক্ত অভিযানে নবীনগর থানার পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেন ।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন বলেন,অবৈধ দখলদার বাঁধ সৃষ্টিকারী ব্যক্তি আগামী ৩ দিনের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণ করে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে মর্মে লিখিত প্রদান করেন। উক্ত কাজের তদারকি করার জন্য জন্য রতনপুর ইউনিয়ন পরিষদের ২ জন মেম্বার কে দায়িত্ব প্রদান করা হয়, এর ব্যত্যয় ঘটলে কঠোর আইন প্রয়োগ করা হবে বলে সতর্ক করেন।