রবিবার, ০৪ Jun ২০২৩, ১১:৩২ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাছিদপুর গ্রামের দুই শিশুর পানিতে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে।
নিহত দুই শিশু সম্পর্কে আপন চাচাতো ভাই।
তারা হলেন নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাছিদপুর গ্রামের বাসিন্দা প্রবাসী মাঈন উদ্দিনের ছেলে উসমান ( ১ বছর ৬ মাস ) ও বাচ্চু মিয়ার ছেলে আবদুল্লাহ (২) ।
শনিবার ১৪ মে বাড়ির পাশে পরিত্যক্ত জলাশয় থেকে তাদেরকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বাচ্চা দুটি খেলাধুলার ফাকে কোন এক সময়ে পানিতে তলিয়ে যায় তাদেরকে আর দেখা না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজা খুঁজি শুরু করলে এক পর্যায়ে অতি বৃষ্টির কারণে বাড়ির পশ্চিম পাশে পরিত্যক্ত জলাশয়ে জমে থাকা পানি থেকে দুপুর বেলা ১টায় তাদেরকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পরিবারে দুই শিশুর মর্মান্তিক মৃতুতে পরিবারের সদস্যদের পাশাপাশি আশেপাশের লোকজনের কান্নার রোল পড়ে ।
নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাচ্চা দুটির লাশ পরিবারের অভিভাবকদের অনুরোধে সরকারের সকল নিয়ম কানুন মেনে বিনা ময়নাতদন্তে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।