বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০২:১৭ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার দৈনিক নবচেতনার প্রতিনিধি ও প্রেসক্লাব বিজয়নগরের কোষাধ্যক্ষ সদ্য প্রয়াত সাংবাদিক কাজী শরীফ উদ্দিনের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
সোমবার ১৬ মে বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়.
অনুষ্ঠানের শুরুতে যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মুন্সীর কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান সূচিত হয়ে প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি মৃনাল চৌধুরী লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো জিয়াদুল হকের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলী, ইউএনও,জেলা আওয়ামী লীগ কার্যকরী সদস্য কাজী হারিছুর রহমান,ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, সিনিয়র সাংবাদিক আবদুর রহমান খান ওমর, পত্তন ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, ইছাপুরা ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল,ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইসহাক সরকার,
প্রেসক্লাবের সহ-সভাপতি আশরাফুল হক লিংক, যুগ্ন সম্পাদক সারুয়ার হাজারী পলাশ, সাংবাদিক শাহিন চৌধুরী,সাদেকুর রহমান, রুবেল মিয়া।
আরো উপস্থিত ছিলেন,নিহতের বড় ভাই কাজী জাফর, ছেলে কাজী বোরহানুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত অতিথিরা সাংবাদিক শরীফের জীবনী সম্পর্কে বিশদ আলোচনা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সবশেষে উনার বিদেহী আত্বার মাগফেরাত কামনায় সাংবাদিক মোঃ রুবেল মিয়া দোয়া পাঠ করেন ।