বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩, ১১:০২ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সহকারী কমিশনার (ভূমি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া।
গ্রেফতারকৃত কুখ্যাত মাদক ব্যবসায়ী উপজেলার পাহাড়পুর ইউপির মুকন্দপুর গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে মো: সালাম ওরফে শাহালম (৪৫)।
পলাতক কুখ্যাত মাদক ব্যবসায়ী উপজেলার পাহাড়পুর ইউপির জলিলপুর গ্রামের মো: ফরিদ মিয়ার ছেলে মো: শানু মিয়া (৩৩)।
সোমবার ১৬ মে সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া আসফার সায়মা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া‘র সহকারী পরিচালক এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে উপজেলার পাহাড়পুর ইউপির জলিলপুর গ্রামস্থ ১নং আসামী মো: সালাম ওরফে শাহালম এর দখলীয় পূর্ব ভিটি পশ্চিম দুয়ারী চার কক্ষ বিশিষ্ট একতলা দালান বসতঘরের বারান্দায় রক্ষিত মোটর সাইকেল ও বসতঘরের সামনে অবস্থিত আঙিনার পশ্চিম পাশের্^ রক্ষিত সি.এন.জি চালিত অটোরিক্সা তল্লাশী করে ৩২০০ পিস ইয়াবা, ৬ কেজি গাঁজা, ১টি সি.এন.জি, ১টি মোটরসাইকেল, ৩টি মোবাইল ও নগদ অর্থ ৫০,০০০ টাকাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সালাম ওরফে শাহালমকে গ্রেফতার করা হয় এবং এ ঘটনায় আরো এক কুখ্যাত মাদক ব্যবসায়ী শানু মিয়া পলাতক রয়েছে।
উল্লিখিত আসামীদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।