রবিবার, ০৪ Jun ২০২৩, ১১:২৫ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ মে রবিবার বিকালে উপজেলার শাহজাদাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
শাহজাদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুজ্জামান মাষ্টারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান বাবুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল বারী মন্টু।
শাহজাদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল্লা ঠাকুরের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এড.নাজমুল হোসেন, সদস্য এড. জয়নাল উদ্দিন, সদস্য সৈয়দ আবদাল, সদস্য মুস্তাফিজুর রহমান, সদস্য মাহবুবুর রহমান খন্দকার ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক আশফুজ্জামান তারিফ, সরাইল উপজেলা ছাত্রলীগের সদ্য নির্বাচিত সহ-সভাপতি তানভির আহম্মেদ জিতু, শাহজাদাপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ বিল্লাল মিয়া।
এছাড়াও এ সময় সভায় ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।