বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৮:৪২ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায়, মুক্তিযোদ্ধা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
২৩ মে সোমবার বিকেলে উপজেলার চান্দুরা ইউপি দাউদপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে মিজানুর রহমানের পরিচালনায় ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন বুধন্তি ইউনিয়ন পরিষদ একাদশ ও হরষপুর ইউনিয়ন পরিষদ একাদশ,
উক্ত খেলায় উভয় পক্ষ কঠিন চ্যালেঞ্জের মুখে কোন পক্ষই গোল দিতে সক্ষম হয়নি, পরবর্তীতে রেফারির নির্দেশে ট্রাইবেকারে ৩ – ২ গোলে বুধন্তী ইউনিয়ন পরিষদ একাদশ জয়লাভ করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলী এ সময় আরো উপস্থিত ছিলেন ইউএনও,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দবীর উদ্দিন ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান কাজী সায়্যিদুল ইসলাম, শামিউল হক চৌধুরী, যুব লীগের সভাপতি রফিকুল ইসলাম মাষ্টার, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস সরকার প্রমুখ।
পুরস্কার হাতে পেয়ে আনন্দে নেচে ওঠে বুধন্তী ইউনিয়ন পরিষদ একাদশ।