রবিবার, ০৪ Jun ২০২৩, ০৬:০১ অপরাহ্ন

খবরের শিরোনাম:
বিজয়নগরের ইউএনও এর বিরুদ্ধে চুরি,ছিনতাইয়ের অভিযোগে কোর্টে মামলা। বিজয়নগরে ভ্রাম্যমান আদালতে ব্যাটারি জব্দ ও কারাদণ্ড প্রদান। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরে মাদকসহ সেই শিবলু গ্রেফতার। বিজয়নগরে গাঁজা সহ ১ জন গ্রেফতার,মাইক্রোবাস জব্দ। বিজয়নগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দের পুষ্পার্ঘ অর্পণ। ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের নবনির্মিত চতুর্থ তলা ভবনের উদ্বোধন ও নবীন বরণ। বিজয়নগরে ধান গাছের সাথে এ কেমন শত্রুতা। বিজয়নগরে ৩০ কেজি গাাঁজাসহ সেই আব্দুল্লাহ্ গ্রেফতার।

বিজয়নগরে ১০০ টি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ১০টি ইউপিতে মোট ১০০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সারা দেশের ন্যায় এ উপজেলাতেও এসব বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
প্রাথমিক স্তর থেকেই গণতন্ত্র চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ নির্বাচনের আয়েজন করা হয়।

বৃহস্পতিবার ২ জুন সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিটি বিদ্যালয়ের ৩য় শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

পরিবেশ সংরক্ষণ, পুস্তক ও শিখন সামগ্রী,স্বাস্থ্য, ক্রীড়াও সংস্কৃতি,পানি সম্পদ, বৃক্ষ রোপন ও বাগান তৈরী, অভ্যর্থনা ও আপ্যায়ন, মোট ৭ টি বিষয়ে ৭ জনকে নির্বাচিত করা হয়েছে।

শিক্ষাজীবনে প্রাথমিক ন্তর থেকেই গণতন্ত্র চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলার পাশাপাশি বিদ্যালয়ে সুন্দর পরিবেশ সৃষ্টিতে শিক্ষকদের সহায়তা করা,দক্ষ নেতা ও সুনাগরিক হিসেবে গড়ে উঠার লক্ষ্যে প্রাথমিক স্টুডেন্টস কাউন্সিল গঠনের গুরুত্ব অপরিসীম।

উপজেলার ঘনশ্যামপুর সরকারী প্রা: বি: প্রধান শিক্ষক এ কে আজাদ বলেন, গণতন্ত্রের শিক্ষা লাভের পাশাপাশি তারা ভবিষ্যৎ সুযোগ্য নেতা হিসেবে গড়ে ওঠে দেশের ও সমাজের উন্নয়ন প্রাথমিক গুণাবলি অর্জন করা পূর্বশর্ত।

সরেজমিনে দেখাযায়, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে থেকেই নির্বাচন কমিশনার, প্রিজাইডিং, পোলিং কর্মকর্তা, ভোট গ্রহণের বুথ, ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেয় ভোটাররা এবং নিরাপত্তার কাজে পুলিশ ও আনসার সদস্যের দায়িত্ব নির্বিঘেœ পালন করেন। এসবে শিক্ষকরা পাশে থেকে দিক নির্দেশনা প্রদান করেন।

এবিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: খুরশেদ আলম বলেন, সারা দেশে একযোগে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, গণতান্ত্রিক মনোভাব গড়ে তোলাই এ নির্বচনের মূল লক্ষ।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© সর্বস্বত্ত সংরক্ষিত bijoynagartv ওয়েবসাইটের কোন তথ্য কপি করা আইনত দণ্ডনীয়।
Developer: DesigUs
error: ওয়েবসাইটের তথ্য কপি করা আইনত দণ্ডনীয়