বুধবার, ৩১ মে ২০২৩, ১০:৪৫ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ইয়াবাসহ ৩ কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, আসামী ১. মোঃ কবির হোসেন(৪৩), পিতা- মৃত আব্দুর রাজ্জাক, মাতা- মৃত মালেকা খাতুন, সাং- সুহিলপুর ( কেন্দু বাড়ী), থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, ২. মোঃ বিল্লাল মিয়া (৩৪), পিতা- মৃত ইনু মিয়া, সাং- বড় দেওয়ানপাড়া, ৩। সোহেল(২৮), পিতা- আবু সাঈদ, মাতা- হামিদা বেগম, সাং- নিজ সরাইল (ফকিরপাড়া), উভয়থানা- সরাইল, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
বুধবার ৮ জুন সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মো: আসলাম হোসেনের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক(তদন্ত) মো: শেহাবুর রহমানের নেতৃত্বে এসআই(নিরস্ত্র) মো: নূরুল করিম, এএসআই(নিরস্ত্র) রুবেল আখন সঙ্গীয় ফোর্সসহ থানাধীন নোয়াগাঁও ইউপির বাড়ীউড়া বাজারস্থ যাত্রী চাউনীর সামনে ঢাকা- সিলেট মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে আদেরকে আটক করেন।
ধৃতদের হেফাজত থেকে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করে তানায় নিয়ে আসা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।