রবিবার, ০৪ Jun ২০২৩, ১০:৪৬ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহত সাইকেল আরোহী, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদিসপুর ইউপির বেজুরা গ্রামের বিপুল বনিকের ছেলে হৃদয় বনিক (স্বর্ণকার) (২৮)।
মঙ্গলবার ৭ জুন বিকেল ৪ টায় সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মোটর সাইকেল যোগে হৃদয় বনিক মাধবপুর থেকে বৃষ্টিভেজা পিচ্ছিল রাস্তাধরে মোটর সাইকেল চিালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামুড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা তাজ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে- মুচড়ে যায়, এত ঘনাস্থলেই হৃদয় বনিক প্রাণহারান।
এ ব্যাপারে খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুখেন্দু বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত মরদেহ ও মোটরসাইকেলটি থানায় নিয়ে আসা হয়েছে, হৃদয় বণিকের মরদেহটি তার পরিবারের অনুরোধে, বিনা ময়নাতদন্তে সরকারি সকল নিয়ম মেনে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়, বাসটি পালিয়েছে।