সোমবার, ০৫ Jun ২০২৩, ১২:১৭ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ১নং বুধন্তী ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়।
২৪ জুন, শুক্রবার বিকেল ৪ টায় উপজেলার বুধন্তী ইউপির ইসলামপুর বাজারে ১নং বুধন্তী ইউনিয়নের ৫ওয়ার্ড (ইসলামপুর গ্রাম) আওয়ামীলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়।
ত্রি-বার্ষিকী সম্মেলন হওয়ার কথা থাকলেও কারো কোন ভ্রুক্ষেপ না থাকায়, দীর্ঘ দিন পার হয়ে যায়, অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, অনেক চড়াই উৎরাই পেরিয়ে, সুদীর্ঘ বছর পর ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের কর্মীসভার সম্মেলন হয়েছে। মনোমুগ্ধকর পরিবেশে সর্বস্তরের লেকের স্বতস্ফুর্ত অংশ গ্রহণের মাধ্যমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধন্তী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জিতু মিয়ার সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: ইজাজুর রহমান রাকিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড.জহিরুল ইসলাম ভুইয়া. স্বাগতিক বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এফতেহারুল ইসলাম শামিম।
সম্মেলনের উদ্ভোধক ছিলেন বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইকবাল হোসেন।
সভায় বিশদ আলোচনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী হারিছুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মিজানুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, ভিপি সুহেল,এনামুল কবির সুমন,সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন পান্টুস,উপজেলা আওয়ামী যুবলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি রফিকুল ইসলাম মাস্টার,সাধারণ সম্পাদক হাজী রাসেল খান, শ্রমিকলীগ সভাপতি নুর আফজাল, প্রমুখ।
উক্ত কর্মী সম্মেলনে বুধন্তী ইউনিয়নের ৫টি ওয়ার্ড আওয়ামী লীগের কমিটির সভাপতি হিসেবে সর্ব সম্মতিক্রমে জাহাঙ্গীর ইসলাম জানুকে সভাপতি হিসেবে মনোনিত করা হয়। এতে সভায় উপস্থিত সকলে করতালির মাধ্যমে তাকে সাদরে গ্রহণ করেন।