শুক্রবার, ২৬ মে ২০২৩, ০৭:০৮ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এক মাদকাসক্তকে জেলও জরিমানা উভয় দন্ডে দন্ডিত করেন ভ্রাম্যমাণ আদালত।
সে উপজেলার বুধন্তী ইউপির সাতবর্গ গ্রামের মোহন মিয়া (মনু মেম্বার) এর ছেলে কামরুল ইসলাম(২৬)।
শনিবার ২ জুলাই সকালে উপজেলার বুধন্তী ইউপির সাতবর্গ বাজারে মোবাইল কোর্টের মাধ্যমেএ দন্ডে দন্ডিত করেন।
এ বিষয়ে ইসলাপুর ফাঁড়ির ইন্সপেক্টর রঞ্জন কুমার ঘোষ জানান, কামরুল ইসলাম একজন মাদকাসক্ত, ইতিপূর্বে কয়েকবার তাকে মাদক নিরাময়কেন্দ্রে পাঠানো হয়, কিন্তু তাতেও সে পরিবর্তন হয়নি মাদকাসক্ত অবস্থায় সে মানুষকে মেরে আহত করে,ভাঙচুর করে,
আজ সকালে মাদকাসক্ত অবস্থায় সাতবর্গ বাজারে মানুষকে আক্রমণ করলে পুলিশে খবর দেয় পুলিশ এসে সবার সামনে তাব পকেট চেক করে বেশ কয়েকটি গাঁজার পুড়িয়া পায় এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে ২ মাসের জেল ও ১ হাজার টাকা জরিমানা উভয় দন্ডে দন্ডিত করেন।