বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩, ১১:০২ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দুই ডাকাতকে এলাকাবাসীর সহায়তায় করেছে পুলিশ ।
গ্রেফতারকৃত ডাকাতরা হলেন, উপজেলার পত্তন ইউনিয়নের হাওর খোলা গ্রামের সোলায়মান মেম্বারের ছেলে উজ্জল মিয়া (৩০), ও জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মো: কালা মিয়ার ছেলে আশিক মিয়া (৩৫).
৫ জুলাই মঙ্গলবার রাত ১টায় উপজেলার বুধন্তী ইউনিয়নের বিনিঘাট গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে,
এ বিষয়ে ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রঞ্জন কুমার ঘোষ জানান, মুসলমানদের ধর্মীয় বৃহৎ উৎসব ঈদ উল আযহা (কোরবানীর ঈদ) একে সামনে রেখে যাদের বাড়িতে গরু আছে তাদের বাড়িতে ডাকাতি করে গরু নিতে হামলে পরে ডাকার দলরা,এখন বর্ষাকাল তাই ডাকাতি করা করা গরু নৌকা উঠিয়ে নিয়ে যায় তাদের গন্তব্য স্থলে, এ পরিপেক্ষিতে বিন্নীঘাট গ্রামের জনৈকে বাবুল মিয়ার গোয়াল ঘর থেকে গরু নিতে আসে ডাকাত দল, ডাকাতের উপস্থিতি টের পেয়ে জনৈক বাবুল তার ৪ ভাই সকলে ঘুম থেকে জাগে উঠে চিৎকার চেচামিতে গ্রামের লোকজন জরু হয়ে ডাকাত দলের সাথে তাদের তুমুল ঝগড়া হয়, এ মুহূর্তে ইসলামপুর ফাঁড়িতে ফোন দিলে পারে পুলিশ সদস্যরা ডাকাতের কবল থেকে তাদেরকে উদ্ধার করে দুজন ডাকাতকে হাতেনাতে ধরতে সক্ষম হয়, বাকি ডাকাতরা পালিয়ে যায়। এ সময় গ্রামবাসী ও অনেকে আহত হয় , আহতদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় তাদের ডাকাতি কাজে ব্যবহৃত ইঞ্জিন চালিত নৌকাটিকে জব্দ করে হয়, এ ব্যাপারে ডাকাতি প্রস্তুতি মামলা দয়ের করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য ২ নং ডাকাত আশিক এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬ টি ডাকাতি মামলা সহ মোট ৮ টি মামলা রয়েছে।