বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০২:০৫ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় মাদকসহ দুজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া।
গ্রেফতারকৃতরা হলেন,১। যমুনা আক্তার রাহেলা (২৬) গ্রেফতার, স্বামী- মোঃ বিমল মিয়া, পিতা- মৃতঃ রহমত আলী ভুইয়া, সাং- ধ্বজনগর মধ্যপাড়া (রব মিয়ার বাড়ী), পোঃ চন্ডিদ্বার, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ২। লুৎফা বেগম (৩৫) গ্রেফতার, স্বামী- মো: আনোয়ার হোসেন, পিতা- মৃত ফয়েজ মিয়া, সাং- ধ্বজনগর মধ্যপাড়া (আব্দুল হাই মাস্টারের বাড়ী), পোঃ বিষ্ণুপুর, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া
এ মামলায় একজন পলাতক রয়েছে আসামি হলেন, ইসহাক আলী ভূইয়া(৪৫) পলাতক, পিতা- মৃতঃ রহমত আলী ভুইয়া, সাং- ধ্বজনগর মধ্যপাড়া (রব মিয়ার বাড়ী), পোঃ চন্ডিদ্বার, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
বৃহস্পতিবার ৭ জুলাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া‘র সহকারী পরিচালক এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া রেলওয়ে থানাধীন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ২নং প্ল্যাাটফর্মে অবস্থিত খন্দকার স্টোর এর সামনে উত্তর পাশে অভিযান পরিচালনা করা হয়।
রাস্তায় দন্ডায়মান ১নং আসামী ও ২নং আসামীদের দেহ ও বহনকৃত ব্যাগ তল্লাশী করে ৫ কেজি গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করে হাশেম এদেরকে গ্রেফতার করা হয়, এ মামলায় অপরজন পলাতক রয়েছে।
উল্লিখিত আসামীদের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।