রবিবার, ২৮ মে ২০২৩, ০৫:৫৪ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:
বিজয়নগরের ইউএনও এর বিরুদ্ধে চুরি,ছিনতাইয়ের অভিযোগে কোর্টে মামলা। বিজয়নগরে ভ্রাম্যমান আদালতে ব্যাটারি জব্দ ও কারাদণ্ড প্রদান। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরে মাদকসহ সেই শিবলু গ্রেফতার। বিজয়নগরে গাঁজা সহ ১ জন গ্রেফতার,মাইক্রোবাস জব্দ। বিজয়নগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দের পুষ্পার্ঘ অর্পণ। ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের নবনির্মিত চতুর্থ তলা ভবনের উদ্বোধন ও নবীন বরণ। বিজয়নগরে ধান গাছের সাথে এ কেমন শত্রুতা। বিজয়নগরে ৩০ কেজি গাাঁজাসহ সেই আব্দুল্লাহ্ গ্রেফতার।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিশেষ অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় বিশেষ অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, ১/ উপজেলার বায়েক ইউনিয়নের চারুয়া(পশ্চিম পাড়া জনু হাজী বাড়ি) গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে জাকির হোসেন (২৮), ২/ কসবা পৌরসভা খারপাড়া গ্রামের হাবিব মিয়া ছেলে মো: এমরান হোসেন (২০) উভয় থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
বৃহস্পতিবার ১৪ জুলাই রাত ৯টায় পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমানের নির্দেশে কামরুল ইসলাম, কসবা সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় থানা অফিসার ইনচার্জ মো: মহিউদ্দিন পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: হাবিবুর রহমান এবং এসআই মো: আমান উল্লাহ আমান, এসআই/মোঃ খাইরুল ইসলাম, এএসআই আবদুজ জাহের ও সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কসবা পৌরসভার খারপাড়া চেয়ারম্যান বাড়ীর সামনে রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে ব্যাটারি চালিত অটোরিকশাকে থামানোর নির্দেশ দেয় এবং গাড়ি তল্লাশি করে আসামিগণের হেফাজতে থাকা বস্তা হতে ৬৫ বোতল বিদেশি মদ ৯০০ বোতল বিয়ার ও মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত অটোরিক্সাটি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

এ বিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জ মো: মহিউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করত কোর্টে প্রেরণ করা হয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© সর্বস্বত্ত সংরক্ষিত bijoynagartv ওয়েবসাইটের কোন তথ্য কপি করা আইনত দণ্ডনীয়।
Developer: DesigUs
error: ওয়েবসাইটের তথ্য কপি করা আইনত দণ্ডনীয়