বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩, ১১:০২ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায়
গ্রেফতারি পরোয়ানা তামিল, নিয়মিত মামলায় আসামি গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে একজনকে মাদকসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি উসমান মিয়া পিতা -উলফত আলী সাং-লক্ষীপুর,ইউপি পত্তন, থানা-বিজয়নগর,জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
বৃহস্পতিবার ২১ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২:৪৫ মিনিটে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে এসআই/মোঃ জুয়েল রানা ভূইয়া এএসআই/ সুমন বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
এ সময় আসামির হেফাজত হতে ১০ কেজি গাঁজা, ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার সহ জব্দ করে তাকে গ্রেফতার করা হয়।
বিজয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, উক্ত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।