রবিবার, ০৪ Jun ২০২৩, ১১:২৯ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে ইসলামপুর ফাঁড়ির পুলিশ।
গ্রেফতারকৃত আসামি হলো, উপজেলার বুধন্তী ইউনিয়নের দক্ষিণ বীরপাশা গ্রামের নোয়াব মিয়ার ছেলে আক্কাছ মিঞা প্রকাশ মালুমিয়া,(২৮)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় মামলা নং ২২ তাং ১২/৮/২১ মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি।
সে দীর্ঘদিন যাবত পলাতক রয়েছে।
আজ শুক্রবার ২৯ জুলাই ১০.৪৫ মিনিটে বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে ইসলামপুর ফাঁড়ির ইনচার্জ রঞ্জন কুমার ঘোষের দিকনির্দেশনায় এএসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ আসামির নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ বিষয়ে বিজয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।