রবিবার, ০৪ Jun ২০২৩, ০৭:৪২ অপরাহ্ন

খবরের শিরোনাম:
বিজয়নগরের ইউএনও এর বিরুদ্ধে চুরি,ছিনতাইয়ের অভিযোগে কোর্টে মামলা। বিজয়নগরে ভ্রাম্যমান আদালতে ব্যাটারি জব্দ ও কারাদণ্ড প্রদান। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরে মাদকসহ সেই শিবলু গ্রেফতার। বিজয়নগরে গাঁজা সহ ১ জন গ্রেফতার,মাইক্রোবাস জব্দ। বিজয়নগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দের পুষ্পার্ঘ অর্পণ। ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের নবনির্মিত চতুর্থ তলা ভবনের উদ্বোধন ও নবীন বরণ। বিজয়নগরে ধান গাছের সাথে এ কেমন শত্রুতা। বিজয়নগরে ৩০ কেজি গাাঁজাসহ সেই আব্দুল্লাহ্ গ্রেফতার।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক মাদক উদ্ধার অভিযানে ৩ জন গ্রেফতার।

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় পৃথক মাদক উদ্ধার অভিযানে ৩ জনকে মাদক সহ গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, আক্কাছ মিয়া (৩৫) আবির হোসেন (২০) মো: সুমন (২০) থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।

শুক্রবার ৫ আগষ্ট পুলিশ সুপার মো: আনিসুর রহমানের নির্দেশে কসবা সার্কেলের দিক-নির্দেশনায় এবং থানার অফিসার ইনচার্জ মো: মহিউদ্দিন, পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই/মো: খায়রুল ইসলাম, এসআই মো: আমীর উদ্দিন, এএসআই/মো: মনির ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় রাত্রি কালে বিভিন্ন স্থানে পৃথক পৃথক ৩ টি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া তাদেরকে আটক করে। এসময় দখল ও হেফাজতে হইতে ৩৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করে আলামত সহ তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

কসবা থানার অফিসার ইনচার্জ মো: মহিউদ্দিন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তহারা চিহ্নিত মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তিনি আরো জানান, এধরনের মাদক উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© সর্বস্বত্ত সংরক্ষিত bijoynagartv ওয়েবসাইটের কোন তথ্য কপি করা আইনত দণ্ডনীয়।
Developer: DesigUs
error: ওয়েবসাইটের তথ্য কপি করা আইনত দণ্ডনীয়