রবিবার, ০৪ Jun ২০২৩, ০৬:০১ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় ৫২ কেজি গাঁজা সহ একটি প্রাইভেটকার আটক করেছে থানা পুলিশ।
সোমবার ৮ আগস্ট সন্ধ্যা প্রায় ৬ টায় জেলা পুলিশ সুপার আনিসুর রহমানের নির্দেশনামতে, থানা অফিসার ইনচার্জ এর সার্বিক তত্ত্বাবধানে
থানাধীন চান্দুরা ইউনিয়নের আলাদাউদপুর (ফুলতলী) সাকিনে এসআই/ সাইদুল হক, এসআই/ তৌহিদুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের চৌকস একটি দল মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া একটি প্রাইভেট কার নং (ঢাকা মেট্রো গ- ১৯-৬২৭০) আটক করে.
উক্ত প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা সহ উদ্ধার পূর্ব জব্দ করে প্রাইভেট কার সহ থানায় নিয়ে আসে।
এ বিষয়ে বিজয়নগর থানায় অফিসার্স ইনচার্জ রাজু আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা কাল পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা প্রাইভেটকার রাস্তার সাইডে দাঁড় করিয়ে তারা পালিয়ে যায়। এই সংক্রান্তে অজ্ঞাত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।