রবিবার, ০৪ Jun ২০২৩, ১০:২৪ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া্ জেলার কসবা উপজেলায় ২০ কেজি গাঁজা সহ ৩ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া।
গ্রেফতারকৃতরা হলেন,১। মো: রফিকুল ইসলাম(৪০) পিতা- মৃত আবুল হাশেম, সাং- খেওড়া পশ্চিম পাড়া, পো: খেওড়া, ২। মো: ছিদ্দিকুর রহমান(৬৪) গ্রেফতার, পিতা- মৃত মোজাফ্ফর আলী কালা মিয়া, সাং- সাহাপুর উলুছড়া, পো: মীর সাহাপুর, ৩। মো: নজরুল ইসলাম(৪৩) গ্রেফতার, পিতা- মৃত আ: কুদ্দুস, সাং- সাহাপুর উলুছড়া, পো: মীর সাহাপুর, সর্ব থানা- কসবা, জেলা ব্রাহ্মণবাড়িয়া
পলাতক আসামি হলো- মো: লিটন(৪৯) পিতা- মিন্টু মিয়া, সাং- রঘুরামপুর উত্তর পাড়া, পো: মন্দবাগ, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
বুধবার ১০ অক্টোবর থানাধীন খারেরা বাজারস্থ জেলা পরিষদ যাত্রী ছাউনির পেছনে উত্তর পাশে সহকারী কমিশনার (ভূমি), ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জীব সরকার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া‘র সহকারী পরিচালক মো: মিজানুর রহমান এর নেতৃত্বে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
ধৃত আসামিদের হেফাজত হতে ২০ কেজি খাজা উদ্ধারপূর্বক জব্দ করা হয় ।এ সংক্রান্তে একজন আসামি পলাতক রয়েছে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া‘র সহকারী পরিচালক মো: মিজানুর রহমান বলেন, উল্লিখিত আসামিদের বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।