রবিবার, ০৪ Jun ২০২৩, ০৬:০১ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় চিহ্নিত মাদক ব্যবসায়ী কামরুলকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত কামরুল ইসলাম(৩৪) কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার শঙ্খচাইল গ্রামের মৃত ছিদ্দিক ও মমতাজ বেগমের ছেলে।
অদ্য শুক্রবার ১২ আগষ্ট বিকাল সাড়ে ৪ টায় পুলিশ সুপার আনিছুর রহমানের দিক নির্দেশনায় থানা অফিসার ইনচার্জ মহিউদ্দিন (পিপিএম) এর নেতৃত্বে এসআই রওশন জামান, এসআই খায়রুল ইসলাম, এএসআই নজরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ তিনলাখপীর মোড়ে চেকপোস্ট ডিউটি করাকালীন সন্দেহভাজন কামরুল ইসলামকে আটক করা হয়। কামরুলের দেহ তল্লাশি করে পরিহিত ব্যল্টের দিকে বিশেষ কায়দায় রক্ষিত পুটলিতে ৪ হাজার পিস ইয়বা উদ্ধার পূর্বক জব্দ করে আলামত সহ আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মহিউদ্দিন (পিপিএম) বলেন, এ ধরনের মাদক উদ্ধার অভিযান অব্যাহত থাকবে, মাদকের সাথে সম্পৃক্ত কাউকে ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।