রবিবার, ০৪ Jun ২০২৩, ১১:২২ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় অজ্ঞাতনামা নারীর বয়স অনুমান (২৫) এর লাশ উদ্ধার করেছে ইসলামপুর ফাঁড়ির পুলিশ।
এখন পর্যন্ত তার নাম ঠিকানা জানা যায়নি।
শনিবার ১৩ আগস্ট ভোর ৫ টায় উপজেলার বুধন্তী ইউপির শশই গ্রাম এলাকায় তুষার গার্ডেনের ২০০ গজ দক্ষিণে ঢাকা সিলেট মহাসড়কের পশ্চিম পাশে ঝুপঝাড়ের কাছে থেকে অজ্ঞতানামা মহিলা লাশ উদ্ধার করেছে পুলিশ।
ইসলামপুর পুলিশ ফাঁড়ির এসআই আক্কাছ মিয়া জানান, ভোর ৫ টায় উক্ত মহিলার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় ,প্রাথমিক তদন্তে মহিলার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত মহিলার পরিচয় পাওয়া যায়নি, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে , তদন্ত শেষে মহিলা মৃত্যুর আসল তথ্য জানা যাবে।