রবিবার, ০৪ Jun ২০২৩, ১০:২৭ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ও জরিমানা আদায় করা হয়।
সোমবার ১৫ আগস্ট রাত সাড়ে ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চান্দুরা ইউপির রামপুর বাজারে উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মনিরুজ্জামান অভিযান পরিচালনা করে মেসার্স মায়ের দোয়া ট্রেডার্স প্রো: শেখ মো: মহরম আলীর দোকান হতে নিষিদ্ধ ১২৮ পাউন্ড কারেন্ট জাল আনুমানিক বাজার মূল্য প্রায় ১,০০,০০০ টাকা উদ্ধারপূর্বক জব্দ করে।
এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্বারা মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত দোকানের মালিক মহরম আলীকে বিক্রয় নিষিদ্ধ কারেন্ট জালের জন্য ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন এবং ঐ বাজারেই জনসম্মুখে জালগুলো পুড়িয়ে ধ্বংস করেন।
এ সকল কাজে থানা পুলিশ সর্বাত্মক সহযোগিতা করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো:মনিরুজ্জামান উপস্থিত জনগণকে সতর্ক করে বলেন অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।