রবিবার, ০৪ Jun ২০২৩, ০৮:০২ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গাঁজাসহ ১ মাদক ব্যবসায়কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি. দুলাল মিয়া (৩৬), পিতা-মৃত শফিক মিয়া, গ্রাম- কাশিনগর, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
বৃহস্পতিবার ১৮ আগষ্ট সকাল সাড়ে ৯ টায় জেলা পুলিশ সুপার আনিছুর রহমানের দিক নির্দেশনায় সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্বাবধানে এসআই(নিরস্ত্র)/ পংকজ দাশ, এএসআই(নিরস্ত্র)/ দিলীপ কুমার নাথ সঙ্গীয় ফোর্সসহ থানাধীন পানিশ্বর ইউপির শোলাবাড়ি সাকিনস্থ বরজু মিয়ার এবিসিও ব্রিকফিল্ড সংলগ্ন মেঘনা নদী পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সময় ধৃত আসামির হেফাজত হতে ২৫ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ জব্দ করে তাকে গ্রেফতার করা হয়।
সরাইল থানার অফিসার ইনচার্জ মো: আসলাম হোসেন জানান, মাদককে কোন অবস্থাই ছাড় নয়, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।