শনিবার, ২৭ মে ২০২৩, ১০:০১ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় সেই বিল্লালকে মাদকসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি বিল্লাল মিয়া (৩০), পিতা-জলিল মিয়া, মাতা-নেহারা বেগম, সাং-রঘুরামপুর, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
শুক্রবার ১৯ অক্টোবর সন্ধ্যা প্রায় ৬ টায় জেলার পুলিশ সুপার মো: আনিসুর রহমানের নির্দেশে কামরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার, কসবা সার্কেল এবং কসবা থানার অফিসার ইনচার্জ এর দিকনির্দেশনায় সঙ্গীয় অফিসার এসআই/মো: আনিসুজ্জামান, এএসআই/মো: নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানাধীন ৮নং কুটি ইউনিয়নের রানীয়ারা বাদুর খাল ব্রীজ এর পূর্ব পার্শ্বে কাঠের পুল হইতে পানিয়ারুপ পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া তাকে আটক করা হয়।
এ সময় তার দখল ও হেফাজত হইতে ১২ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
এ বিষয়ে কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।