বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩, ১১:০২ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় সেই মাদক ব্যবসাযয়ী নুরুল হককে গাঁজা সহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি নুরুল হক (৬১)পিতা-মৃত মুক্তুল হোসেন, গ্রাম- কুটি বাজার, (খুরশিদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া) থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
শনিবার ২০ আগস্ট প্রায় ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন কাঠেরপুল খাদ্য গোডাউনের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে একটি পিকআপ যাহার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো -ন-২০-৪০২২ আটক করা হয়।
উক্ত পিকআপ ভ্যানে তল্লাশি করে বিশেষ কায়দায় প্যাকেটিং অবস্থায় ২৫ প্যাকেট যাহার প্রতিটি ২ কেজি করিয়া ৫০ কেজি গাঁজা উদ্ধারপূর্বক ব্যবহৃত গাড়ি ও আলামত সহ জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন পিপিএম ঘটনা সততা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।