বুধবার, ৩১ মে ২০২৩, ০৪:০৫ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ৩ জোয়াড়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ হুমায়ুন মিয়া(৩৫), পিতা-মৃত শহিদ মিয়া , গ্রাম- ধামাউড়া (পশ্চিমপাড়া) , থানা- সরাইল, জেলা -ব্রাহ্মণবাড়িয়া ২. ইমান উদ্দিন(৪০), পিতা- ফিরোজ কাজী, গ্রাম- ধামাউড়া (মধ্যপাড়া) , থানা- সরাইল, জেলা -ব্রাহ্মণবাড়িয়া, ৩. ফুল মিয়া(৫৩), পিতা-মৃত ফজলু মিয়া , গ্রাম- ধামাউড়া (মধ্যপাড়া) , থানা- সরাইল, জেলা–ব্রাহ্মণবাড়িয়া
শনিবার ২০ আগস্ট প্রায় ৫ টায় উপজেলার অরুয়াইল ইউপিস্থ ধামাউড়া সাকিনস্থ জনৈক জলিল মিয়ার খালি ভিটা বাড়ী হইতে জুয়া খেলা হ্যালো অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়।
এ সময় গ্রেফতারকৃত আসামিদের থেকে নগদ-৬৮০ টাকা ও বিভিন্ন জাতের তাসসহ গ্রেফতার করা হয়।
সরাইল থানার অফিসার ইনচার্জ মো: আসলাম হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা রুজু করে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইতেছে।