শনিবার, ২৭ মে ২০২৩, ০৫:৩৬ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় বহু মামলার পলাতক আসামি সেই কুখ্যাত ডাকাত বোরহানকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত ডাকাত মো: বোরহান(৩৬), পিতা- আনোয়ার হোসেন প্রকাশ আনু মিয়া, সাং- পানিশ্বর (দেওবাড়িয়া), থানা- সরাইল, জেলা- ব্রাহ্মণবাড়িয়া
রবিবার ২১ আগস্ট পুলিশ সুপার মো: আনিসুর রহমান, সরাইল সার্কেলের দিকনির্দেশনায়,
অফিসার ইনচার্জ মো: আসলাম হোসেনের নেতৃত্বে এসআই(নিরস্ত্র)/ পংকজ দাশ, এএসআই(নিরস্ত্র) /দিলীপ কুমার নাথ সঙ্গীয় ফোর্স এর সমন্বয়ে একটি চৌকস পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা এলাকা হইতে কুখ্যাত ডাকাত, খুনি, অস্ত্রধারী ও সন্ত্রাসী মো: বোরহানকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আসলাম হোসেন জানান, গ্রেফতারকৃত পলাতক আসামির বিরুদ্ধে থানা পুলিশ কর্তৃক ২টি ডাকাতি, ১টি ছিনতাইসহ খুন, ১টি অস্ত্র আইন, ৬টি ডাকাতি প্রস্তুতি, ১টি সিধেল চুরি, ২টি মারামারি সহ মোট ১৩ টি মামলার মধ্যে ৫টি গ্রেফতারী পরোয়ানাভূক্ত ধূর্ত বোরহানকে ধরতে বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযান পরিচালন করেও তার সন্ধান পাওয়া যায়নি কিন্তু শেষ রক্ষা তার হয়নি তাকে পুলিশের জালে আটকা পড়তে হয়েছে।
তার গ্রেপ্তারে এলাকার জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।
কুখ্যাত ডাকাত বোরহানকে পরোয়ানামূলে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইতেছে।