সোমবার, ০৫ Jun ২০২৩, ১২:৩৫ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার সদর থানাধীন ঘাটুরা এলাকা থেকে বিদেশী রিভলবার’সহ ২ জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন ১। মান্না (২৫), পিতা- মৃত মোঃ শামসু মিয়া, সাং- খৈয়াসার, ২। মোঃ শফিউল আলম সাগর (২৪), পিতা- মোঃ সামসু উদ্দিন, সাং-মৌলভী হাটি, কাজীপাড়া, উভয় থানা ও জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
২৪ আগষ্ট আনুমানিক রাত প্রায় ১১ টায় র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদর থানাধীন ঘাটুরা সাকিনস্থ লতিফিয়া জামে মসজিদের সামনে কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে কুখ্যাত সন্ত্রাসীদ্বয়কে আটক করতে সক্ষম হয়।
এসময় ধৃত আসামি মান্নার নিকট হতে ১টি বিদেশী রিভলবার এবং ধৃত আসামি মো: শফিউল আলম সাগর নিকট হতে অস্ত্র ক্রয়ের জন্য আনা নগদ ৮,৫০০/ টাকা’সহ উদ্ধার করে জব্দ করে তাদেরকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র এবং ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।