রবিবার, ০৪ Jun ২০২৩, ১০:২৫ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক উদ্ধার সাঁড়াশি অভিযান পরিচালনা করে মাদকসহ ৫ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রবিবার ২৮ আগস্ট রাত প্রায় সাড়ে ৪ টায় জেলার পুলিশ সুপার মো: আনিসুর রহমান এর নির্দেশনামতে, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল ও অফিসার ইনচার্জ, বিজয়নগর থানার সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ)/মোঃ আব্দুর রশীদ, এএসআই(নিঃ)/সৈয়দ নাছির উদ্দিন, এএসআই(নিঃ)/সুমন বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ বিজয়নগর থানাধীন চান্দুরা ইউপিস্থ কালিসীমা মারফত আলী মেম্বারের বাড়ীর পূর্ব উত্তর কোনায় মাদক ব্যবসায়ী আউলিয়া বেগম এর বসত ঘরে কবি যার পরিচালনা করে, ১।আকাশ প্রকাশ আক্কল আলী(২৭), পিতা-আবু হানিফ, গ্রাম- কালিসীমা, ২। আউলিয়া বেগম(৪০), পিতা-আবু হানিফ ,স্থায়ী: গ্রাম- কালিসীমা উভয় থানা- বিজয়নগর, জেলা–ব্রাহ্মণবাড়িয়াদ্বয়কে ৯৫ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন।
থানাধীন ইছাপুরা ইউপিস্থ দেওয়ান বাজার টু মির্জাপুরগামী মামা ভাগিনা কম্পিউটার দোকানের সামনে পাকা রাস্তার উপর ভোর সাড়ে ৫ টায় ধৃত আসামি ১। মো: তুহিন (২৫) পিতা-বাদল সর্দার, মাতা-বিউটি বেগম, ২। মজিদুল ইসলাম (২৪), পিতা-মোকছেদ হোসেন, মাতা-মৃত মজিরন বেগম, উভয় সাং-গোয়ালীমান্ডা, থানা-লৌহজং, জেলা-মুন্সিগঞ্জদেরকে ২০ কেজি গাঁজা সহ গ্রেফতার করেন।
আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই(নিঃ)/পংকজ কুমার সাহা, এএসআই(নিঃ)/বিল্লাল হোসেন সরকার এবং সঙ্গীয় ফোর্সসহ ধৃত আসামি মোঃ সিদ্দিক মিয়া(৩৯), পিতা-সামসু উদ্দিন, সাং-কামালমুড়া, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মনাবড়িয়াকে ১১ বোতল স্কফ সিরাপসহ গ্রেফতার করেন।
এ বিষয়ে বিজয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ জানান, মোট- ৯৫ বোতল ফেন্সিডিল ২০ কেজি গাঁজা ১১ বোতল স্কপ জব্দ করা হয় ।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য যে, ধৃত ২নং আসামি আউলিয়া বেগম এর বিরুদ্ধে ১টি জিআর ২ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা রয়েছে।