সোমবার, ০৫ Jun ২০২৩, ১২:৩১ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার ,আখাউড়ায় গাঁজা সহ পৌর কাউন্সিলর মিজান আনসারীর ছেলেকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত জারিফ আনসারী অভি (২২) সে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পুর্ব পাইকপাড়া- ৪নং ওয়াড কাউন্সিলর মিজান রহমান আনসারীর ছেলে।
বুধবার ৩১ আগষ্ট আখাউড়া থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় যে সোমবার ২৯ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আজমপুর এলাকায় সন্ধা প্রায় ৭ টায় তাকে আটক করা হয় এ সময় তাকে তল্লাশি করে তার ব্যবহৃত মোটর সাইকেলে রক্ষিত বেগের ভেতর থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে আর জানানো হয়, গ্রেফতার অভি আনসারির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আনসারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণের পর বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন।