সোমবার, ০৫ Jun ২০২৩, ১২:৩৪ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় মাদক সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, জেলার কসবা পৌর এলাকার আড়াইবাড়ী গ্রামের আলতাব হোসেনের বাড়ি থেকে তালতলা গ্রামের মৃত আবু সাঈদের ছেলে ইশবাল হোসেন (৪৮) ও একই বাড়ি হতে ঐ বাড়ির ভাড়াটিয়া তৈয়ব আলী।
রোববার ৪ সেপ্টেম্বর রাত প্রায় ১১ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ উল আলম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান, ও কসবা থানা অফিসার ইনচার্জ মো: মহিউদ্দিন পিপিএম যৌথ টাস্কফোর্স অভিযানে তাদেরকে আটক করা হয়।
এ সময় তাদেও হেফাজত হতে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ করে তাদেরকে গ্রেফতার করা হয়।
কসবা থানা অফিসার ইনচার্জ মো: মহিউদ্দিন পিপিএম জানান তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।