বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১২:৪৯ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলার সদর মডেল থানা ও সরাইল থানার যৌথ উদ্যোগে এক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৩০ সেপ্টেম্বর বিকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিশ্বরোড মোড় আব্দুর রশিদ সুপার মার্কেট চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা সদর থানার ওসি এমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান।
সদর মডেল থানার ওসি (তদন্ত) সোহরাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. আনিছুর রহমান, সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন, খাটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু,
উক্ত সমাবেশে বক্তারা বিট পুলিশের সম্পর্কে সম্পর্কে বিশদ আলোচনা করেন।
উক্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন,
বিশ্বরোড মার্কেট কমিটির (ভারপ্রাপ্ত) সভাপতি আব্দুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সেলিম খন্দকার, সুহিলপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ ভূইয়া, বুধল ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান শফিক ও সাবেক চেয়ারম্যান আব্দুল হক প্রমুখ।উক্ত সমাবেশে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।