শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৫:০৮ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় মাদকের বিশাল চালানসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব ১৪ সি পিসি ৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতারকৃত টিটু সূত্রধর (২০), পিতা-মৃত পরিমল সূত্রধর, সাং-কমলপুর আমলা পাড়া, থানা-ভৈরব, জেলা- কিশোরগঞ্জ।
বৃহস্পতিবার ২০ অক্টোবর ভোর ৬ টায় র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার আশুগঞ্জ থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর ব্রিজের নিকট রাস্তার দক্ষিণ পাশে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী টিটু সূত্রধরকে আটক করে।
এসময় ধৃত আসামির দখলে থাকা ৩ টি প্লাস্টিকের সাদা বস্তা তল্লাশি করে ৭০ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করে তাকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।