বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১০:১২ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিপুল পরিমাণ মাদক সহ ৫ জনকে গ্রেফতার করেছে মুকুন্দপুর বিওপি‘র বিজিবি সদস্য ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া‘র সদস্যরা।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, ১। মো: জামাল ফকির (৪০) গ্রেফতার, পিতা- মৃত আহম্মদ আলী ফকির, মাতা- মোছা: মনোয়ারা বেগম, সাং- কামালমুড়া উত্তরপাড়া, পোঃ মুকন্দপুর, ২। মো: বাবুল ফকির(৫০) গ্রেফতার, পিতা- মৃত চাঁন মিয়া ফকির, মাতা- মৃত লাল বেগম, সাং- কামালমুড়া উত্তরপাড়া, পোঃ মুকন্দপুর, ৩। মোছা: হেলেনা বেগম(৪৩) গ্রেফতার, স্বামী- মো: বাবুল ফকির, সাং- কামালমুড়া উত্তরপাড়া, পোঃ মুকন্দপুর, ৪। মো: ফরিদ মিয়া(৪৫) গ্রেফতার, পিতা- মৃত আ:ওহাব, মাতা- মোছা: নূর জাহান বেগম, সাং- কামালমুড়া উত্তরপাড়া, পোঃ মুকন্দপুর, ও ৫। মো: শাহ আলম(৪০) গ্রেফতার, পিতা- মৃত কদর আলী প্রকাশ কদু মিয়া, মাতা- মৃত হুসনেয়ারা বেগম, সাং- কামালমুড়া উত্তর পাড়া, পোঃ মুকন্দপুর, উভয় থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া
বৃহস্পতিবার ২৭ অক্টোবর মধ্য রাত হতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া‘র সহকারী পরিচালক মো: মিজানুর রহমান এর নেতৃত্বে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে জেলার বিজয়নগর থানাধীন কামালমুড়া উত্তর পাড়া ফকির বাড়িস্থ ২নং আসামি মো: বাবুল ফকিরের বসতঘর তল্লাশি করে ৮০০ পিস ইয়াবা, ১০০ বোতল এসকাফ ও ৫ কেজি গাঁজাসহ মোট ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
উল্লিখিত আসামিদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।