বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বূধন্তী ইউপির, ইসলামপুরে কাজী মোঃ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের উচ্চ মাধ্যমিক ও এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) বিভাগের পরীক্ষার্থীদের বিদায়, এবং অত্র কলেজের দাতা সদস্য বুধন্তী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম ও মরহুম আমেনা বেগমের স্বরণে দোয়া ও বার্ষিক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার ৩ নভেম্বর দুপুর ১ টায় আত্র কলেজের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়,
অনুষ্ঠানের শুরুতে মুফতি মাওলানা তাজুল ইসলাম কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়,
উক্ত অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ হাফেজ মোঃ শফিকুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ জামাল নাছের, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা , ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ইমরান খান, আমেনা বেগম টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল মুখলেছুর রহমান, উক্ত কলেজের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা কাজী হারিছুর রহমান , মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জিতু মিয়া, ইসলামপুর ফাঁড়ির ইনচার্জ রঞ্জন কুমার ঘোষ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নুর আফজাল,
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষা মূলক বিশদ আলোচনা করেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলেজের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
উক্ত অনুষ্ঠনে সঞ্চালনার দায়িত্ব ছিলেন, অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মো: আহমেদূর রহমান বিনকাশ।
অনুষ্ঠান শেষে মাওলানা তাজুল ইসলাম নেতৃত্বে মিলাদ অনুষ্ঠিত হয় এবং জাতীয় ৪ নেতার জন্য দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।