শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৬:১৯ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় ৩০ কেজি গাঁজাসহ সেই আব্দুল্লাহকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার সদস্যরা।
গ্রেফতারকৃত আসামি হলো, মো: আবু বকর প্রকাশ আব্দুল্লাহ্ (২৬) গ্রেফতার, পিতা- মো: নূরুল ইসলাম, মাতা- মোছা: মাফিয়া বেগম, সাং- কাশিনগর মধ্যপাড়া কুশাইহাটি, পোঃ সিংগারবিল, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
সোমবার ৭ নভেম্বর সকাল ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া‘র সহকারী পরিচালক মো: মিজানুর রহমান এর নেতৃত্বে উপজেলার বুধন্তী ইউপির শশই এলাকস্থ মোল্লা ব্রিকস্ এন্ড কোং এর রাস্তার মাথায় ঢাকা সিলেট মহাসড়কের পূর্ব পাশে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
ধৃত আসামির দখলীয় প্লাস্টিকের ক্যারেট তল্লাশি করে ৩০ কেজি গাঁজাসহ উক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
্এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের উপস্থিতি টের পেয়ে মো: শাহিন মিয়া (২৫), পিতা- মোঃ কানু মিয়া, মাতা- মোছা: আম্বিয়া বেগম, সাং- কাশিনগর মধ্যপাড়া কুশাইহাটি, পো: সিংগারবিল, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া দৌড়ে পালিয়ে যায়।
উল্লিখিত আসামিদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।