বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১০:৪০ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের নবনির্মিত চতুর্থ তলা একাডেমিক ভবন উদ্বোধন ও একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার ১২ ফেব্রুয়ারি দুপুরে স্কুল এন্ড কলেজের মাঠ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়.
উক্ত অনুষ্ঠানে, দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহ-সভাপতি ও অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব কাজী মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে ও অধ্যক্ষ মো:ইমরান খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ইউনিভার্সিটি অফ ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ব্রাক্ষণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সাবেক মহাপরিচালক (গ্রেড-১) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, ও ইউনিভার্সিটি অফ ব্রাহ্মণবাড়িয়ার ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুন।
কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুর রহমান, উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল জলিল,অফিসার্স ইনচার্জ রাজু আহমেদ।
অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়,
উক্ত অনুষ্ঠানে শিক্ষার মান উন্নয়নে, বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে বিশদ আলোচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ মো: জহির উদ্দিন, জেলা আওয়ামী লীগ কার্যকরী কমিটির সদস্য কাজী হারিসুর রহমান, বুধন্তি ইউপি চেয়ারম্যান কাজী সাইয়েদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জিতু মিয়া, উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগ সভাপতি নুর আফজাল, অত্র প্রতিষ্ঠানের ম্যাজিং কমিটির সদস্য মো: আজিজুল ইসলাম দুলাল, তোফাজ্জল হোসেন ভুট্টো, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রী বৃন্দ প্রমুখ।