শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাঁজা সহ ১ জনকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সদস্যরা এবং ব্যবহৃত মাইক্রোবাস জব্দ।
ধৃত আসামি হলেন, উপজেলার চন্দুরা ইউপির আব্দুল্লাহপুর গ্রামের, মৃত আবুল কাশেম এর ছেলে- ইয়ার হোসেন (৩২)।
রবিবার ৫ মার্চ সকাল ১০টায় সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী এর নেতৃত্বে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চান্দুরা ইউপির চান্দুরা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি মাইক্রোবাস বাস করে, মাইক্রোর সিটের নিচে তেলের ট্যাংকের ভিতরে রেখে ৩০ কেজি গাঁজা উদ্ধার পূর্বক মাইক্রোবাস সহ জব্দ করে আসামিকে গ্রেফতার করে।
এ বিষয়ে, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।