বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১১:৪৭ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাদকসহ সেই কুখ্যাত শিবলুকে গ্রেফতার করেছে ইসলামপুর ফাঁড়ির পুলিশ।
সে উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামের (কাজী বাড়ির) বাদল মিয়ার ছেলে আল আমিন (শিবলু) (২৭),
শুক্রবার ১০ মার্চ সকাল সাড়ে ১০ টায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ এর দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর কাজী বাড়ির বাদল মিয়ার বাড়িতে এক ঝটিকা অভিযান পরিচালনা করে শিবলুকে আটক করে,
এ সময় শিবলুর বেডরুম হতে ৮২৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং ট্যাবলেট পরিমাপের দুটি ডিজিটাল মেশিন, গাঁজা এবং ইয়াবা সেবনের সরঞ্জামাদি, তিনটি মোবাইল ফোন সেট, এবং মাদক বিক্রি নগদ ১১৫৬০ টাকা, উদ্ধার করে জব্দ ও শিবলুকে গ্রেফতার করে ফাঁড়ির নিয়ে আসা হয়।
ইসলামপুর ফাঁড়ির ইনচার্জ রঞ্জন কুমার ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই আক্কাছ মিয়া, এস আই কামাল হোসেন, এ এস আই রবিউল, সহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক সেবনকারী ও ব্যবসায়ী শিবলুকে গ্রেফতার করা হয়,
তিনি আরো জানান, শিবলুর বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক আইনে মামলা রয়েছে এবং জেল জেল খাটা আসামি, এলাকায় সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ জানান, শিবলু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে মামলা গ্রহণ করা হয়েছে।