বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩, ১১:২৫ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায়, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গাড়ির ব্যাটারি জব্দ ও কারাদণ্ড প্রদান করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাওন।
মঙ্গলবার ১০ মে উপজেলার চান্দুরা ইউনিয়নের মনিপুর ও রামপুর মৌজায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে মোঃ বিল্লাল, পিতা- মোঃ মোশারফ মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা অনুসারে এক মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় ও ২ টি এক্সকাভেটর মেশিনের মোট ৪ টি ব্যাটারি জব্দ করা হয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপস্থিত সকলের উদ্দেশ্যে বেআইনি কাজ করা থেকে সাবধান হওয়ার জন্য অনুরোধ জানান।